• ভাগাড়-কাণ্ডের মাঝেই ময়লা ফেলা নিয়ে ঝামেলা জগাছায়
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • এক দিকে ভাগাড়ের যন্ত্রণা। অন্য দিকে আবার নতুন অশান্তি হাওড়ায়। আবর্জনা ফেলা নিয়ে বুধবার সকালে উত্তেজনা ছড়াল জগাছার আরুপাড়া এলাকায়। বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। এ দিন সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেন। আটকে দেন ময়লা ফেলার গাড়ি। এলাকার লোকজনের দাবি, এখানে তাঁরা ময়লা ফেলতে দেবেন না।

    স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘ওখানে ভাগাড় দেখেই মানুষ বসবাস করতে গিয়েছেন। এখানে মানুষ সুস্থ পরিবেশ দেখে বাড়ি কিনেছেন। এই নোংরা এখানে ফেলা হলে, আগামী দিনে কী হবে বোঝাই যাচ্ছে। এখানে এক গাড়ি ময়লাও আমরা ফেলতে দেবো না।’

    এলাকার লোকজনের দাবি, ভাগাড়ের মতো জায়গায় ভাগাড় হোক। মানুষের বসবাসের এলাকায় ভাগাড় করা যাবে না। এখানে স্কুল, কোচিং সেন্টার, দোকানপাট সব কিছু। ভবিষ্যতের কথা ভেবে এখানে ময়লা ফেলতে দেবেন না বলে জানান তাঁরা।

  • Link to this news (এই সময়)