•  উড়ানের সূচি বদল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • এই সময়, দুর্গাপুর: গ্রীষ্মের মরশুমের জন্য অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে উড়ানের সময় সূচি বদল করা হলো। মুম্বাইয়ের উড়ান দুপুর ১টার সময়ে অন্ডালে পৌঁছবে। ছেড়ে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। হায়দারবাদের উড়ান বিকেল ৪টের সময় অন্ডালে আসবে। ছেড়ে যাবে ৪টে ৩০ মিনিটে।

    ভুবনেশ্বরের উড়ান অন্ডালে আসবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। ফের ভুবনেশ্বরের উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৫টা ১০ মিনিটে। এই বিমানটি ভুবনেশ্বর থেকে ছেড়ে অন্ডাল হয়ে একদিন অন্তর বাগডোগরা ও গুয়াহাটি যাবে। অন্ডাল থেকে দু'টি গন্তব্যে যাবে দুপুর ১টা ১৫ মিনিটে। বেঙ্গালুরুর উড়ান অন্ডালে আসবে দুপুর ১টা ২০ মিনিটে।

    অন্ডাল থেকে ছেড়ে যাবে ১টা ৫০ মিনিটে। চেন্নাইয়ের উড়ান অন্ডালে আসবে দুপুর ২টো বেজে ৪০ মিনিটে। ফের চেন্নাইয়ে উড়ে যাবে দুপুর ৩টে ১০ মিনিটে। দিল্লির বিমান অন্ডালে আসবে দুপুর ৩টে ৪৫ মিনিটে। ফের উড়ে যাবে ৪টে ১৫ মিনিটে।

    অন্ডাল বিমান বন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল বলেন, ‘চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ থেকে নতুন উড়ান সূচি অনুযায়ী বিমান চলাচল করবে। অক্টোবর মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই উড়ানসূচি চলবে।’

  • Link to this news (এই সময়)