এই সময়, ধূপগুড়ি: মহকুমা হাসপাতালের মর্যাদা পেয়েও বেহাল পরিকাঠামো ধূপগুড়ি হাসপাতালের। বর্তমানে বন্ধ হাসপাতালের শিশু বিভাগ। তাই রোগীদের রাখা হচ্ছে মহিলা বিভাগে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
মহিলা বিভাগে বিভিন্ন রোগ নিয়ে ভর্তি রয়েছেন একাধিক রোগী। আর তাদের মাঝে রাখা হচ্ছে শিশুদের। বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। তার মধ্যে অন্য রোগীদের মধ্যে তাঁদের রাখলে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায় বলে অভিমত চিকিৎসকদের। শিশুদের অভিভাবকরাও এই ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপি এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কড়া সমালোচনা করেছে। এক বাচ্চার আত্মীয় স্বপন সরকার বলেন, 'আমার বাচ্চার সর্দি হয়েছে। তাই ওকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে শিশু বিভাগে না রেখে মহিলা বিভাগে ভর্তি রেখেছে। আমরা চিন্তায় পড়েছি। ভালো হতে গিয়ে খারাপ না হয়ে যায়। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। অন্যদের রোগ শিশুর শরীরে না ছড়িয়ে পড়ে।' বিজেপির ধূপগুড়ি বিধানসভার আহ্বায়ক চন্দন দত্ত বলেন, 'মহকুমা হাসপাতালের বোর্ড ঝুললেও এখানে পরিকাঠামো কিছুই নেই। শিশু বিভাগ বন্ধ। যে ভাবে মহিলা বিভাগে শিশুদের রাখা হচ্ছে, তাতে যে কোনও সময়ে বড় কোনও রোগের সংক্রমণ হতে পারে। দ্রুত স্বাস্থ্য দপ্তরের বিষয়টি দেখা উচিত।'
ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, 'শিশু বিভাগ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এমনটা নয়। যখন মহিলা বিভাগ ফাঁকা থাকে তখন শিশুদের এনে সেখানে রাখা হয়। লাইগেশনের দিন মহিলা রোগীর সংখ্যা বেড়ে যায়। তখন আবার শিশুদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।' তাঁর দাবি, অন্য রোগীর থেকে শিশুদের শরীরে রোগ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। কারণ তেমন কোনও সংক্রমক রোগী হাসপাতালে নেই।