• জলপাইগুড়ি মেডিক্যালে ১০০ বেডের নতুন সিসিইউ ব্লক
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • এই সময়, জলপাইগুড়ি: ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আর বেড পেতে অপেক্ষা করতে হবে না মুমূর্ষ রোগীর পরিবারকে। এ বার সিসিইউয়ের জন্য পৃথক একটি ব্লক তৈরির কাজ শুরু হলো জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক উল্টো দিকে ৭০ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে নতুন সিসিইউ ব্লক তৈরি হচ্ছে। এখানে ১০০টি শয্যা থাকছে। ৪৫০ দিনের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

    মুমুর্ষ রোগীদের চিকিৎসা জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে বেশ কয়েক বছর আগে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হয়। শুরুতে ১০টির মতো বেড থাকলেও পরে তা বাড়িয়ে ২০ করা হয়েছে। এর পরে সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করা হলে সেখানেও এই ইউনিট চালু করা হয়। স্বাস্থ্য কর্তাদের বক্তব্য, দুই হাসপাতাল মিলিয়ে সিসিইউতে ৩০টি বেড দিয়ে কাজ চালানো হচ্ছে। যা চাহিদা অনুসারে অনেকটাই কম।

    হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের একাংশ জানিয়েছেন, ইউনিটে বেডের সংখ্যা কম থাকার কারণে প্রয়োজন পড়লেও জরুরি ভিত্তিতেও বেড দেওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। ফলে সেই রোগীকে সাধারণ বেডেই থাকতে হয়। যা কিনা মেডিক্যাল এথিক্সের বিরোধী। এই সমস্যার সমাধনের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজে একটি পৃথক ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। সেই উদ্যোগেরই কাজ শুরু হয়েছে। নতুন এই ব্লকে ১০০টি বেডে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।

    মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মনে করছে আগামী দু’বছরের মধ্যেই কাজ শেষ করতে পারবে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা। জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, ‘এই ইউনিট চালু হয়ে গেলে আরও বেশি রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে।’

  • Link to this news (এই সময়)