আপাতত নেই রাজনৈতিক বিবাদ, বিভেদ ভুলে একসঙ্গে মেলা পরিচালনা ঠাকুরবাড়ির দুই পরিবারের
আজকাল | ২৬ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপাতত দূরেই রয়েছে পদ্মফুল আর জোড়াফুলের রাজনৈতিক বিবাদ। বিভেদ ভুলে একসঙ্গে ঠাকুরবাড়ি। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক দিকে বিজেপির শান্তনু ঠাকুর ও তাঁর দাদা সুব্রত ঠাকুর অন্যদিকে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর। দুই পরিবারের সংঘাত দীর্ঘদিনের। বিগত বছর মতুয়া মেলার দিনে সেই সংঘাত চরমে উঠেছিল। ফলে মন ভার ছিল মতুয়া ভক্তদের। তবে এবছর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ির চিত্রটা বিগত বছর থেকে ভিন্ন।
ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, এবছর ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীর বারুণীর স্নান পড়েছে। স্নান উপলক্ষে ঠাকুরবাড়িতে বসছে মতুয়া ধর্ম মহামেলা। এই বছর সেই মেলা যৌথভাবে পরিচালনা করছে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের দুই মতুয়া মহাসংঘ। মেলা পরিচালনা করার জন্য দুই সংগঠনের সদস্যদের মিলিয়ে একটি মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই এই বছর মেলা পরিচালনা করবেন।
ইতিমধ্যেই বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেজে উঠেছে, দূর দুরন্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছে। দুই পরিবার একত্রিতভাবে মেলা করছে শুনে খুশি মতুয়া ভক্তরা। তারা বলছেন, আমরা এটাই তো চাই। ঠাকুর বাড়িতে সমস্ত বিবাদ মিটে যাক। একত্রিত হয়ে থাকুক তারা।
এই বিষয়ে সুব্রত ঠাকুর জানিয়েছেন ভক্তদের ইচ্ছাতে দুই পক্ষের কমিটি নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি মেলা পরিচালনা করবে । এবার আলাদাভাবে নয়, যৌথভাবেই মেলা পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি মমতা ঠাকুর জানিয়েছেন আমরা প্রতিবছরই চাই যৌথভাবে মেলা পরিচালনা করতে । এবছর দুই মতুয়া মহা সংঘের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করে মেলা পরিচালনা করা হচ্ছে । ভক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।