• বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প শিবপুরের আরু পাড়া, সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলল পুরসভা...
    আজকাল | ২৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প জায়গা স্থির করে ফেলল হাওড়া পুরসভা। এবার থেকে সেখানেই ফেলা হবে শহরের জঞ্জাল। পুরসভা সূত্রে জানা গেছে, শিবপুর বিধানসভার আরু পাড়া এলাকায় আর্বজনা ফেলা হবে। সেইমতন সমস্ত ব্যবস্থা দ্রুত নেওয়া হচ্ছে।

    শতাব্দী প্রাচীন বেলগাছিয়ার ভাগাড়। ৮ নং পুরসভার এই ভাগাড় হাওড়া শহরের জঞ্জাল ফেলার একমাত্র স্থান। হাওড়া পুরসভা সূত্রে জানা গেছে, বাম বোর্ড যখন ক্ষমতায় ছিল তাঁদের ভুলের খেসারত দিচ্ছে বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার মানুষজন। প্রতিদিন প্রায় হাজার মেট্রিক টন জঞ্জাল গাড়িতে করে এনে ফেলা হয়। ১০০ বছরের সেই চাপে এলাকার মাটি বসে যাচ্ছে। ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে। রাস্তায় চাঙড় উঠে যাচ্ছে। বিদ্যুতের খুঁটি উলটে পড়ছে।

    হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, বেলগাছিয়ার পরিবর্তে শিবপুর বিধানসভার আরু পাড়া এলাকায় আর্বজনা ফেলা হবে। তার পরই শহরের বিভিন্ন ভ্যাটের জঞ্জাল সরানোর কাজ শুরু করবেন পুরকর্মীরা।

    পরিবেশ কর্মীদের একাংশের দাবি, যেভাবে এলাকার পরিবেশ ক্ষতি করছে ভাগাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভাগাড়ের জায়গা সরানো।  নতুন জায়গার সন্ধান মেলা অত্যন্ত ভাল দিক। এলাকার বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, মঙ্গলবার ছিল ষষ্ঠ দিন। এখনও পর্যন্ত মোট ৬০ থেকে ৭০টি বাড়িতে ফাটল ধরা পড়েছে। এবার থেকে অন্যত্র জঞ্জাল ফেলার ব্যবস্থা হবে শুনে ভাল লাগছে। আগামীদিনে বেলগাছিয়া বাঁচবে। তবে তার আগে এখানকার জঞ্জাল অন্যত্র সরানো হোক।
  • Link to this news (আজকাল)