সামনে আরও একটা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে ফের একবার বাংলার তখ্ত দখল করার স্বপ্ন দেখছে বিজেপি। আর সেই লক্ষ্যে চলতি মাসেই ঘোষণা হয়েছে রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার জেলা সভাপতি। আর তার পরই বিভিন্ন জায়গায় দলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কোন্দল। আর সেই কোন্দল চরম আকার নিয়েছে দক্ষিণ কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গে অনুপম ভট্টাচার্যকে দলের জেলা সভাপতি হিসাবে মেনে নিতে রাজি নয় অনেকেই। রবিবারই অনুপমের সংবর্ধনা অনুষ্ঠানে ধুন্ধুমার বাঁধে। চেয়ার টেবিল ভাঙচুর করে জেলা সভাপতি ও তাঁর অনুগামীদের মুখে কালি লেপে দেওয়া হয়। এবার সেই অনুপমের বিরুদ্ধেই পোস্টার পড়ল বিজেপির বিধাননগর দফতরের সামনে। তাতেও উঠেছে অনুপমকে অপসারণের দাবি। বকলমে ওটিই এখন বিজেপির রাজ্য দফতর।
বুধবার সকালে বিধাননগরে বিজেপির দফতরের সামনে অনুপম ভট্টাচার্যের ছবি দিয়ে প্রচুর পোস্টার চোখে পড়ে। রাতের অন্ধকারে পোস্টারগুলি কে লাগিয়েছে তা কেউ বলতে পারেনি। পোস্টারে লেখা, তৃণমূলের দালাল অনুপম ও তার দলবলকে জেলা সভাপতি হিসাবে মানছি না। আর দলের অন্যতম প্রধান দফতরের সামনে এই পোস্টারে আরও অস্বস্তি বেড়েছে বিজেপি নেতাদের।
দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অনেকের অনেক রাজনৈতিক ইচ্ছা থাকে। সেটাই স্বাভাবিক। কিন্তু সেজন্য দলের ক্ষতি হয় এমন কিছু করা উচিত নয়। আমাদের দলেও তর্ক বিতর্ক হয়। তবে মারামারি হয় না।’