• ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল শেখাবে কলকাতায়, লন্ডনে বড় চুক্তি, কবে থেকে?
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • কলকাতায় এই প্রথম ফুটবল অ্যাকাডেমি খুলতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার এই বিষয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    লন্ডনে রাজ্যের জন্য বিনিয়োগ টানতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘোষণা করা হয় এই নতুন উদ্যোগের কথা। মুখ্যমন্ত্রী বলেন, 'এটি বাংলার ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। নতুন প্রতিভা গড়ে তোলার জন্য এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।'

    ভারতে প্রথম ম্যান সিটি ফুটবল স্কুল

    এই ফুটবল অ্যাকাডেমিটি হবে ম্যান সিটি ফুটবল স্কুল নামে পরিচিত, যা ম্যাঞ্চেস্টার সিটির ভারতের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইউরোপিয়ান স্টাইলের প্রশিক্ষণ পাবে এখানকার খেলোয়াড়রা, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। টেকনো ইন্ডিয়া গ্রুপ রাজ্যের বিভিন্ন জায়গায় কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুল পরিচালনা করে। এই প্রতিষ্ঠানটির সহযোগিতায় ম্যানচেস্টার সিটির কোচিং পদ্ধতি ও পরিকাঠামো কলকাতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

    ফুটবল শহরে নতুন দিগন্ত

    কলকাতা বরাবরই ভারতের ফুটবল রাজধানী হিসেবে পরিচিত। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং-এর মতো ঐতিহ্যবাহী ক্লাবের শহর এটি। নতুন এই উদ্যোগ কলকাতার ফুটবলের ঐতিহ্যে আরও একটি পালক যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফুটবল বিশ্লেষকরা বলছেন, 'ইউরোপের বড় ক্লাবগুলোর প্রশিক্ষণ পদ্ধতি ও পরিকাঠামো যদি ভারতীয় তরুণদের কাছে আসে, তাহলে ভবিষ্যতে আমরা বিশ্বমানের খেলোয়াড় পেতে পারি।'

    আগামী কয়েক মাসের মধ্যেই ফুটবল স্কুলের কাজ শুরু

    আগামী কয়েক মাসের মধ্যেই ফুটবল স্কুলের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কবে থেকে ভর্তি শুরু হবে, কারা সুযোগ পাবে, কীভাবে নির্বাচিত করা হবে—এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। এই উদ্যোগ ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে। 
  • Link to this news (আজ তক)