মার্চের শেষেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ,সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসও, কোন কোন জেলায়?
আজ তক | ২৬ মার্চ ২০২৫
তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেই কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৪/৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পর্যন্ত হতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
দক্ষিণবঙ্গে গরম বাড়বে
গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। গত সপ্তাহে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়া এখনও স্বস্তিদায়ক। উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই ভোরবেলা এবং সন্ধ্যার পরে আবহাওয়া মনোরম। দিন ও রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে কম। কিন্তু হাওয়া অফিস বলছে, সেই স্বস্তি আর স্থায়ী হচ্ছে না। এই আবহাওয়া এ বার বদলাতে চলেছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার দিন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরে কয়েক দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সপ্তাহান্তে কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চড়তে পারে পারদ। পশ্চিমের জেলাগুলির কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই পর্যন্ত হতে পারে তাপমাত্রা। আপাতত ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ৩ জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে উত্তরের বাকি জেলা শুষ্কই থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আগামী ৫ দিন সেখানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মঙ্গলবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহান্তে গরম বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রিতে। স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে শহরের পারদ। আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪/৫ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।