• ১ এপ্রিল থেকে ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের, কত টাকা বাড়ল?
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • DA Hike: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত ১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা (DA) পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ৪ শতাংশ ডিএ বাড়ছে। মঙ্গলবার ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। এবার থেকে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। 

    রাজ্যে সরকারি শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন কর্মীরাও ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। যদিও এরপরেও কেন্দ্র-রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক মিটল না। রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতায় ৩৫ শতাংশ ফারাক রয়েছে। 

    চলতি বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    আগামী ৭ থেকে ৯ এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে ৩ ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে এক বাম সংগঠন। ন্যায্য ডিএ-র দাবিতে তারা ধর্মঘট ডাকে। তবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তৃণমূল কর্মচারী সংগঠন।

    আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল। এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত।
  • Link to this news (আজ তক)