• ৭ লক্ষের জমি ৩৭ লক্ষে, নদিয়ায় TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • পঞ্চায়েতে ফের জমি কেলেঙ্কারি। সাত লক্ষ টাকার জমি কেনা হয়েছে ৩৭ লক্ষ টাকায়! আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ল  নদিয়ার পায়রাডাঙ্গায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

    তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনাকে কেন্দ্র করে পোস্টার মারার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদিয়ার পায়রাডাঙ্গায়। জানা যায়, পায়রাডাঙা রেলস্টেশন সংলগ্ন প্রিতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরের একাধিক জায়গায় পোস্টারে ছয়লাপ। যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চাই, বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই, মা মাটি মানুষ জিন্দাবাদ। স্বভাবতই এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

    পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের দাবি, জমিটি সঠিক নিয়ম মেনেই কেনা হয়েছে, ইতিমধ্যে জেলার তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আসলে সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। কেউ চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।' অন্যদিকে  পোস্টারগুলিতে লেখা রয়েছে সাত লক্ষ টাকা মূল্যের জমি ৩৭ লক্ষ টাকায় কেনা হল কেন, পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস জবাব দাও।
     
    এ প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা দীপক বসুর দাবি, কেউ যদি এসব চক্রান্ত করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বোঝানোর চেষ্টা করে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দলের নির্দেশেই দলের কর্মীরা চলে, এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ নেই। সামনেই বিধানসভা নির্বাচন পাখির চোখ, সেটাকেই ছোট করবার চেষ্টা করছে কেউ বা কারা। এই ঘটনায় নদিয়ার রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেস কর্মী বিজয়েন্দু বিশ্বাস বলেন, এগুলো যারা করছে ভুল করছে, এসব তৃণমূলের অন্তর্দন্দ্ব। আমি তৃণমূল দল করি না। আমাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পোস্টার মারার ঘটনা খতিয়ে জানার চেষ্টা করছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
  • Link to this news (আজ তক)