• মহিলার পোড়া অর্ধনগ্ন দেহ আমডাঙায়, ধর্ষণ করে পোড়ানো হয়েছে?
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার শশিপুর খাসপাড়া গ্রামে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

    ফাঁকা জমিতে দগ্ধ মৃতদেহ
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শশিপুর খাসপাড়া গ্রামের বাসিন্দারা একটি ফাঁকা জমিতে পুড়ে যাওয়া মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল এবং তাতে আংশিক পোড়ার দাগ ছিল।

    ধর্ষণ করে খুনের আশঙ্কা
    পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর দেহটি পোড়ানো হয়েছে, যাতে পরিচয় গোপন রাখা যায়। তদন্তকারীরা মনে করছেন, অপরাধীরা ঘটনাস্থলেই দেহটি পোড়ানোর চেষ্টা করেছিল। আশেপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা
    মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় থানাগুলিকে নিখোঁজ ব্যক্তিদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

    অঞ্চলে আতঙ্কের পরিবেশ
    এলাকায় এই নৃশংস ঘটনার পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের দিকে ওই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে। ফলে মহিলার উপর নির্যাতন ও খুনের পর দেহ পোড়ানোর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

    পুলিশের বক্তব্য
    আমডাঙ্গা থানার এক আধিকারিক জানান, “মৃত মহিলার পরিচয় জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


     
  • Link to this news (আজ তক)