আমডাঙায় চাষের জমি থেকে মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার। শিউরে ওঠার মতো সে দৃশ্য। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খুন, নাকি এর পিছনে আরও নৃশংস কিছু লুকিয়ে, তদন্ত শুরু হয়েছে।
সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় এক মহিলাকে মাঠে পড়ে থাকতে দেখেন। এগিয়ে গিয়ে দেখেন, দুই পায়ের উপরের অংশ, পেটের কাছের অংশ একেবারে ঝলসানো। শরীরের ঊর্ধ্বাঙ্গও কিছুটা পোড়া। হাতে শাখা পলা, সিঁদুর। এই দৃশ্য দেখে হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল টিম। ঘটনাস্থলে ডগস্কোয়াডও যায়।
এলাকার লোকজন জানান, এই মহিলাকে আগে এলাকায় দেখা যায়নি। অনুমান, বাইরে থেকে দেহটি এনে এখানে ফেলা হতে পারে। স্থানীয় এক বাসিন্দার কথায়, বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ পাড়ার কয়েক জন খবর দেয়, পাড়ায় একটা দেহ পড়ে আছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে।
এ দিকে এই দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন। বিশেষ করে মহিলারা জানাচ্ছেন, এই এলাকা দিয়ে দিন-রাত যাতায়াত করেন তাঁরা। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটতে পারে ভাবতেই পারছেন না। ইতিমধ্যেই ওই মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহ উদ্ধারের পর এলাকা কর্ডন করে রাখা হয়েছে, রয়েছে র্যাফও।