• স্বপ্নপূরণ বাঁকুড়াবাসীর, হাওড়া থেকে এ বার ইন্টারসিটির অনুমোদন
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত চলবে ইন্টারসিটি এক্সপ্রেস। অনুমোদন দিল রেলমন্ত্রক। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার তারই অনুমোদন এসেছে। জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত রেললাইন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। ২৭ তারিখ প্রথম পরীক্ষামূলক ভাবে এই শাখায় ট্রেন চালাবে পূর্ব রেল।

    দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এ বার। হাওড়া থেকে বাঁকুড়া এ বার আরও কাছে। হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব হবে ১৮৫ কিলোমিটার। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসাবেও কাজ করবে এই মশাগ্রাম স্টেশন।

    আগে খড়গপুর হয়ে আসতে হতো হাওড়া। এই রেলপথ চালু হলে বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়ায় আসতে পারবেন বাঁকুড়ায় বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে পাত্রসায়র, ইন্দাস, সোনামুখীর লোকজন এই ট্রেন চালু হলে উপকৃত হবেন।

    অন্যদিকে, বাঁকুড়াবাসীর জন্য আরও এক সুখবরও রয়েছে। রেলপথে জুড়তে চলেছে বাঁকুড়ার বিষ্ণুপুর-জয়রামবাটি। তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথেরই অংশ হবে তা। এ বার হাওড়া থেকে সরাসরি জয়রামবাটি থেকে পারবেন মানুষ। শুধু তাই নয়, পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরের সঙ্গে জুড়ে যাবে ভক্তির আধার মা সারদার জন্মস্থান জয়রামবাটি।

  • Link to this news (এই সময়)