সব্যসাচী ঘোষ ■ মালবাজার
যেখানে বাঘের ভয়, সেখানে একলা নয়! আশিকি–৩ এর শুটিং করতে ডুয়ার্সে এসে আপাতত বন দপ্তরের এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হচ্ছে বলিউডের প্রখ্যাত চিত্র পরিচালক অনুরাগ বসুর টিমকে। কেউ যাতে একা রিসর্টের বাইরে না যান, তা নিয়ে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে।
ডুয়ার্সের চালসায় পাহাড়ের টিলার উপরে বিলাসবহুল এক রিসর্ট। বর্তমানে সেটাই ঠিকানা পরিচালক সহ পুরো টিমের। নতুন ছবির শুটিংয়ের কাজও সেখান থেকে শুরু করছেন তিনি। এই ছবির নায়ক কার্তিক আরিয়ান এবং নায়িকা পুষ্পা– ২ থেকে জনপ্রিয় হয়ে ওঠা দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের সর্বত্র আলোচনা শুরু হয়েছে অনুরাগের নতুন ছবির শুটিং নিয়ে।
সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু শুটিং শুরু হতে না হতেই সকলের মাথায় চেপে বসেছে চিতাবাঘের আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় চালসার ওই রিসর্টের ১০০ মিটার দূরত্ব থেকে দু–দুটি পুরুষ চিতাবাঘ খাঁচাবন্দি করেছেন বন দপ্তরের কর্মীরা। অন্যদিকে, মঙ্গলবার মেটেলি সামসিং–এর মূর্তি ডিভিশনের যে এলাকায় শুটিং হয়েছে, তার কাছেই চালসা চা বাগানের হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৭ ফুটের বিশাল এক অজগরকে। ফলে শুটিং ইউনিটের সকলকে সজাগ ও সতর্ক থাকার বার্তা দিয়েছে বন দপ্তর। খুনিয়ার রেঞ্জার সজল দে বলেন, 'শুটিং হচ্ছে বলে শুনেছি, কিন্তু ওঁদের সতর্ক থাকতেই হবে।' এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে, সেই আশঙ্কায় বেশ কিছু খাঁচা পাতা হয়েছে বলেও জানান তিনি।
চিতাবাঘের উৎপাতে এমনিতেই অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল পড়ুয়ারাও। বেশ কয়েকদিন ধরে তক্কে তক্কে থাকার পরে চালসার অদূরে সেই রিসর্টের পিছনে গ্র্যান্ডিং বস্তির মাঠের ধারে মঙ্গলবার ভোরে বনদপ্তরের খাঁচায় বন্দি করা হয়েছে এক পুরুষ চিতাবাঘকে। এর আগে সোমবার ভোরে ঠিক উল্টো দিকের পাদ্রি কুঠি এলাকা থেকে প্রথম চিতাবাঘটিকে আটক করা হয়। শুটিং ইউনিটের লাইন প্রডিউসার বুম্বা ঘোষ বলেন, 'নির্দিষ্ট বিধি মেনে বন দপ্তর,পুলিশ সব বিভাগকে জানিয়ে শুটিং চলছে। সতর্কতাও নেওয়া হচ্ছে।'
উত্তরবঙ্গের মুখ্য বনপাল জে ভি ভাস্কর বলেন, 'চালসার ওই নির্দিষ্ট রিসর্টের খুব কাছে চিতাবাঘ চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তাই ইউনিটের সকলকে সতর্ক থাকতেই হবে।'
চিতাবাঘ দেখা গেলেও এদিনের শুটিংয়ে অবশ্য দেখা মেলেনি কার্তিক আরিয়ানের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুটিং দেখতে কৌতুহলীদের ভিড় বাড়লেও কার্তিককে না দেখতে পেয়ে ভিড় দ্রুত হালকা হতে শুরু করে। তবে দর্শকরাও কেউ একা শুটিং দেখতে আসেননি। এসেছেন দলবদ্ধ ভাবে।