• উন্নত প্রযুক্তি দেওয়ার অছিলায় বিদেশিদের প্রতারণা, কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার নগদ ৬০ লক্ষ
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • অবৈধ কল সেন্টারে অভিযান চালিয়ে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ। ওই অবৈধ কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়ালের বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ও ল্যাপটপ। বেআইনিভাবে কল সেন্টার চালানোর অভিযোগে অবিনাশ-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশের অভিযোগ ওই কলসেন্টার থেকে প্রযুক্তিগত পরিষেবা দেওয়ার অছিলায় বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হত। টাকা নেওয়া হত বিদেশি মুদ্রায়।

    পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল সেক্টর ফাইভে ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন বেসরকারি সংস্থায় ফোন করে বা ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। বিনিময় দাবি করা হচ্ছে, মোটা অঙ্কের বিদেশি মুদ্রা। এরপরই মঙ্গলবার রাতে হানা দেয় পুলিশ।

    পুলিশ জানায়, ধৃতদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে ওই সব অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হবে বিধাননগর আদালতে।

  • Link to this news (এই সময়)