ঝড়ের গতিতে ছুটে চলছে অনলাইন ডেলিভারি সংস্থার গাড়ি। ট্রাফিক আইন মানার বালাই নেই। পর পর দুটি বাইককে ধাক্কাও মারে গাড়িটি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাইক ও ডেলিভারি সংস্থার গাড়িতে আগুন ধরে যায় বলেও খবর। বুধবার দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা যশোর রোডে। দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
এ দিন ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী যশোর রোডের পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, ট্রাফিক পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে ছুতে আসছিল ওই ডেলিভারি সংস্থার গাড়িটি। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটির হাত থেকে বাঁচতে অনেকেই রাস্তার ধারে ছিটকে পড়েন। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে এসে পর পর দুটি বাইকে ধাক্ক মারে গাড়িটি। গাড়িটির সঙ্গে বাইকটি আটকে রাস্তায় ঘষতে ঘষতে বেশ কিছুটা দূরে চলে যায়। বাইকটিতে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে যায় ডেলিভারি সংস্থার গাড়িটি।
১১ নম্বর রেলগেট ও কলোনি মোড় পেরিয়ে হেলাবটতলার কাছে ধরা পরে গাড়িটি। গাড়ি থেকে চালক পালানোর চেষ্টা করেন। গাড়িটিতে আগুন লেগে যাওয়ার কারণে তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দু’জন বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন বলে খবর।