তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাওড়ার শিবপুরের একটি স্কুলের শিক্ষক সিরাজুল। তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। বেআইনি ভাবে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ তুলে মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এফআইআর-এর নির্দেশ দিয়েছিল। সেই এফআইআর যাতে তাঁর চাকরি জীবনে প্রভাব না ফেলে, আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল। বুধবার বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। বিচারপতির পর্যবেক্ষণ, হাওড়ার স্কুলের ওই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন। তাই কোনও ভাবেই তাঁকে চাকরিতে রাখা যায় না।
২০০১ সালেই আদালত সিরাজুলকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল। তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তার পরও চাকরি করে যান তিনি। সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।
তবে সেই এফআইআর-এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে, তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। তাই আজ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হলো তাঁকে। এ সংক্রান্ত নির্দেশ স্কুলে পাঠানো হয়েছে বলেও খবর।