• হাওড়ার বেলগাছিয়ার পর উলুবেড়িয়ায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা, ক্ষুব্ধ স্থানীয়রা
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • বেলগাছিয়ার পর এ বার হাওড়ার উলুবেড়িয়ায় জলের পাইপলাইনে ফাটল। বুধবার সকাল থেকে এলাকায় জল সরবরাহ ব্যাহত। উলুবেড়িয়া পুরসভার সাতটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ। শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। সন্ধ‍্যার মধ্যে মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে আশা পুর কর্তৃপক্ষের।

    জলের পাইপ লাইন লিক করায় এ দিন সকাল থেকেই তীব্র জল সঙ্কটে উলুবেড়িয়া পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। নাগরিক সমস্যা মেটাতে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠিয়ে আপাতত সমস্যার সমাধানের চেষ্টা করেছে পুরসভা।

    ৩২ নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য জগদীশপুরে জল‌ প্রকল্প তৈরি করেছে উলুবেড়িয়া পুরসভা। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে আচমকা গোরুহাটার কাছে পাইপ লাইন লিক করে জল বের হতে থাকে। পুরসভার জল দপ্তরের ইঞ্জিনিয়াররা পাইপ মেরামতির কাজ শুরু করলেও বুধবার সকাল থেকেই নির্জলা হয়ে পড়ে একাধিক ওয়ার্ড। গরমের মধ্যে জলকষ্ট চরমে পৌঁছেছে।

    সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জলের গাড়ি পাঠিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। বুধবার সকালে পাইপ লাইন মেরামতের কাজ পরিদর্শন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন উলুবেড়িয়া পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ। তিনি বলেন, ‘পাইপ লাইন মেরামতের কাজ চলছে। জল সরবরাহ করা হচ্ছে। জলের চাপ কম থাকায় সব জায়গায় সম পরিমাণে জল পৌঁছচ্ছে না। পানীয় জলের সমস্যা মেটাতে পুরসভার ২০টি জলের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।’ উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস দাবি করেন, বুধবার সন্ধ্যা থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। হাওড়ার বেলগাছিয়ায় জল যন্ত্রণার পর উলুবেড়িয়ায় পাইপে ফাটলের ঘটনায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

  • Link to this news (এই সময়)