আজকাল ওয়েবডেস্ক: জঙ্গল সাফারিতে গিয়ে হাতির তাড়া খেয়ে কোনওমতে প্রাণে বেঁচে ফিরলেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে বক্সা টাইগার রিজার্ভে। তাঁর সঙ্গে ছিলেন বাচিক শিল্পী সাম্য কার্ফা।
ঘটনাটি ঘটে সোমবার সকালে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীর জঙ্গলে। জানা যায়, জঙ্গল সাফারি চলাকালীন রাস্তা পারাপার করছিল ওই মাখনা হাতিটি এবং তার সঙ্গে একটি শাবকও ছিল বলে জানিয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য। তিনি বলেন, 'এর আগে একাধিকবার ডুয়ার্সের জঙ্গলে এসেছি। কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। একেবারে হাতির মুখোমুখি বলতে যা বোঝায় তাই হয়েছিল। বিশালাকার হাতির সঙ্গে একটি শাবক হাতিও ছিল। বিষয়টা বিপজ্জনক হলেও হাতির গমন দেখার অভিজ্ঞতা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকল। হাতিটি তেড়ে এলে আমরা সাফারি গাড়ি পিছিয়ে বিপদ এড়াই।'
জানা গিয়েছে ২২ ও ২৩ মার্চ আলিপুরদুয়ারের একটি বেসরকারি কলেজে অনুষ্ঠান করতে এসেছিলেন শিল্পী মনোময় ভট্টাচার্য ও সাম্য কার্ফা। ২৪ মার্চ তাঁরা বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীতে সাফারিতে যান। সাফারি গাড়িতে করে জয়ন্তীর জঙ্গলে ঢুকতেই বিশালাকার এক হাতি তাঁদের সাফারি গাড়ির পথ আটকে দাঁড়ায়। তারপর হাতিটি সাফারি গাড়ির দিকে তেড়ে আসে। সেসময় সকলেই ভয় পেয়ে যান। সাফারি গাড়ির চালক গাড়ি দ্রুত বেগে পিছিয়ে নিয়ে আসেন। হাতিটিও সাফারি গাড়ি লক্ষ্য করে তাড়া করে। যদিও বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সকলে।