• আরুপাড়ায় আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা, বেলগাছিয়া থেকে আসা লরি আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা...
    আজকাল | ২৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেলগাছিয়ার আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা হাওড়ার আরুপাড়ায়। বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেই মতো বুধবার সকাল থেকে আবর্জনা ভর্তি ডাম্পার ওই এলাকায় পৌঁছতেই ছড়ায় উত্তেজনা। এলাকাবাসীরা ওই জায়গায় আবর্জনা ফেলতে দিতে নারাজ। বিক্ষোভে আটকে পড়েছে ৩০ থেকে ৪০টি জঞ্জাল ভর্তি লরি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই আরুপাড়ায় জঞ্জাল ও আবর্জনা ফেলতে লরি আসছিল। কিন্তু যে জায়গায় ফেলা হচ্ছিল তা জনবহুল এলাকা। এখানে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টার রয়েছে। এমন একটি জায়গায় যদি আবর্জনা ফেলা হয় এলাকায় দুর্গন্ধ ছড়াবে। এলাকার পরিবেশের ক্ষতি হবে। তাঁদের আরও অভিযোগ, বেলগাছিয়া ভাগাড়ের ৮০টি লরি আবর্জনা এখানে ফেলা হলে এলাকায় গন্ধে টেকা দায় হয়ে উঠবে৷ এই কারণেই রাস্তা আটকে দেওয়া হয়। আবর্জনা নিয়ে যাতে লরি বা ডাম্পার এলাকায় প্রবেশ করতে যাতে না পারে।

    খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের বোঝানো হচ্ছে। বিষয়টি যাতে মিটে যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, এখনও বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, এখানে ময়লা ফেলার আগে এলাকার বাসিন্দাদের কথা বোঝা দরকার ছিল। পুলিশের ট্রেনিং সেন্টার, হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে এসব বিষয়টি বোঝা উচিৎ ছিল পুরসভার।
  • Link to this news (আজকাল)