আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির প্যাকেট। বিষয়টি দেখেই সন্দেহ হয়েছিল। মিষ্টির প্যাকেট খুলতেই চোখ ছানাবড়া সকলের। মিষ্টির প্যাকেটেই রয়েছে তাজা বোমা! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিষ্টির প্যাকেটে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দুয়ারে রাখা মিষ্টির প্যাকেট থেকে তাজা বোমা উদ্ধার হয়। কে বা কারা মিষ্টির প্যাকেটে বোমা ভরে পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তাজা বোমা দু'টি উদ্ধার করেছে।
জানা গেছে, আজ সকালে পঞ্চায়েত প্রধানের মা সকালে উঠে দেখেন মিষ্টির প্যাকেট রয়েছে বাড়ির সিঁড়িতে। খুলতেই চক্ষু চড়কগাছ তাঁর। মিষ্টির প্যাকেটে ছিল দু'টি তাজা বোমা। কে বা কারা এই বোমা ভর্তি মিষ্টির প্যাকেট রাখল, তা বিন্দুমাত্র টের পাননি কেউ। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত মিষ্টির প্যাকেট থেকে তাজা বোমা দু'টি উদ্ধার করে তারা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ।