• তন্ত্রেই সারবে ক্যান্সার, বিশ্বাসে সোনার বালা তান্ত্রিককে দিয়ে দিল পরিবার, গায়েব
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • তান্ত্রিকের প্রতারণায় সর্বস্বান্ত! ক্যান্সার ভাল করার নামে সোনার বালা নিয়ে চম্পট। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ভজরামপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, গ্রামের দিলীপ মণ্ডলের বাড়িতে  এক ব্যক্তি তান্ত্রিকের বেশে এসে দাবি করেন যে তিনি ক্যান্সার ভাল করে দিতে পারেন। কিন্তু তার জন্য দরকার সোনার বালা। ওই ব্যক্তি দাবি করেন, দিলীপ মণ্ডলকে নাকি বান মারা হয়েছে। আর সেটা দূর করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া করতে হবে। সেই প্রক্রিয়ার জন্য দরকার সোনার বালা। যা দিয়ে মরা মানুষের মাথা থেকে সিঁদুর নিয়ে এসে দিলীপবাবুর মাথা থেকে হাতে পায়ে মাখাতে হবে। ভাল হওয়ার আশায় দিলীপবাবুর স্ত্রী সোনার বালা ওই তান্ত্রিকের হাতে তুলে দেন।

    স্থানীয়রা জানান, বালা দিয়ে পুজো করলেই দিলীপ মণ্ডল ভাল হয়ে যাবে বলে দাবি করেন তান্ত্রিক। তাই দিলীপবাবুর স্ত্রী বিশ্বাস করে দিয়ে দেন। কিন্তু তারপর থেকেই ওই তান্ত্রিকের আর কোনও খোঁজ নেই। জানা যাচ্ছে, মন্দিরে পুজো দেওয়ার নামে সেই সোনার বালা নিয়ে চম্পট দেয় ওই তান্ত্রিক। এই ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    এক ব্যক্তি জানান ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা থানায় লিখিত অভিযোগ জানাব। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দোষীকে শাস্তি দেওয়া হোক। বেশ কয়েকদিন আগেও এরমকই ঘটনা ঘটে। হরিহরপাড়া শ্রীপুর এলাকায় সন্তান লাভের আশায় সেখানেও সোনার দুল ও নগদ ৫০০ টাকা খুইয়েছেন এক মহিলা।
  • Link to this news (আজ তক)