• খেলনা ভেবে বোমা নিয়ে খেলা, মুর্শিদাবাদে বিস্ফোরণে গুরুতর আহত শিশু
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছে ৯ বছরের এক শিশু ও এক বৃদ্ধা। জানা গেছে, নিয়াল্লিশপাড়ার বাগমারা গড়াইডাঙ্গা এলাকায় আতাউর শেখের বাড়ির পাশের কলাবাগানে খেলছিল সাকিবুর রহমান নামে ৯ বছরের এক শিশু।

    বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে

    খেলার সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে নেয়। ব্যাগটি নিয়ে আসার পথে হঠাৎই সেটি বিস্ফোরিত হয়। এতে মারাত্মক আহত হয় সাকিবুর এবং পাশেই থাকা আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধা, যিনি বলরামপুর এলাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

    গুরুতর আহত অবস্থায় শিশু ও বৃদ্ধা

    বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় শিশু ও বৃদ্ধাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এখনও পর্যন্ত ওই এলাকা থেকে আর কোনও বোমা উদ্ধার হয়নি

    ঘটনার পর থেকেই পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই এলাকা থেকে আর কোনও বোমা উদ্ধার হয়নি। পুলিশ সন্দেহ করছে, এলাকায় আগে থেকেই কোনও অপরাধী চক্র সক্রিয় ছিল, যারা বিস্ফোরক রেখে গিয়েছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চিন্তিত। পুলিশ ও প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।

    এদিকে, সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেন তারা অজানা বস্তু স্পর্শ না করে এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।
  • Link to this news (আজ তক)