৪ জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস
আজ তক | ২৬ মার্চ ২০২৫
রাজ্যে ধীরে ধীরে বাড়ছে গরম। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিনে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে হালকা বৃষ্টি।
দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল ৩৩ ডিগ্রি। সপ্তাহান্তে তা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। সকাল ও সন্ধ্যায় খানিকটা স্বস্তি মিললেও দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১% থেকে ৯২% পর্যন্ত রয়েছে, যা অস্বস্তি আরও বাড়াচ্ছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বুধবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও, বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
ওড়িশায় তাপপ্রবাহের সতর্কতা
শনিবার থেকে সোমবার পর্যন্ত ওড়িশায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি, তামিলনাডু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে প্রচণ্ড গরম অনুভূত হবে।
দেশের অন্যান্য প্রান্তের পূর্বাভাস
জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কর্নাটক, কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।