নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির দরজার সিঁড়িতে মিষ্টির প্যাকেট। প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ সবার। মিষ্টি নয়, প্যাকেটের ভিতরে ছিল দু’টি লাল চুড়ি ও দু’টি তাজা বোমা। বুধবার সকালে এমন ‘উপহার’ দেখে তাজ্জব পরিবারের সদস্যরা। খবর জানাজানি হতে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনাটি দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েত এলাকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার দক্ষিণ চৌরাশি কালী মন্দির সংলগ্ন বাড়ি পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের। এদিন সকালে বাপ্পার মা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির মূল দরজায় একটি মিষ্টির প্যাকেট পড়ে আছে। বিষয়টা তিনি জানান ছেলেকে। সেই রহস্যজনক প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ পঞ্চায়েত প্রধানের। আঁতকে ওঠেন তাঁর পরিবারের সদস্যরাও। প্যাকেটের মধ্যে মিলল এক জোড়া লাল চুড়ি ও দু’টি তাজা বোমা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কের মধ্যে ভুগছেন পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্যরাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিস। বোমা দু’টিকে জল দিয়ে নিষ্ক্রিয় করে তারা। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে পুলিস।