মনরঞ্জন মিশ্র: কল আছে, জল নেই। বাড়িতে বাড়িতে জলের সংযোগ পেয়েও পানীয় জল থেকে বঞ্চিত পুরুলিয়া শহরের বাসিন্দারা। মাসের পর মাস ধরে এই সমস্যা দেখা দিলেও সমাধান আজও হয়নি। অথচ রাস্তায় রাস্তায় গড়িয়ে পড়ছে জল। প্রতিদিন জল অপচয় হচ্ছে পুরুলিয়া শহরজুড়ে। অথচ তা দেখার কেউ নেই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
গ্রীষ্মের মরশুম এলেই পানীয় জলের সংকট দেখা দেয় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে। বাদ যায় না শহর পুরুলিয়াও। ভরা গ্রীষ্মে পানীয় জলের জন্য হাহাকার দেখা দেয় পুরুলিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। চলে পথ অবরোধ, বিক্ষোভ। মেলে ভুরি ভুরি আশ্বাস। কিন্তু জল সমস্যার স্থায়ী সমাধান আজও হয়নি।
পুরুলিয়া পৌরসভায় জল সংযোগের জন্য ২ হাজার টাকা করে জমা দিতে হয়েছে পৌরসবাসীকে। বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে পানীয় সংযোগ। কিন্তু সেই নল থেকে জল আসে না। এই সমস্যা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের। পৌরবাসীর অভিযোগ, কেউ ৬ মাস আবার কেউ ৮ মাস আগে পানীয় জলের সংযোগ পেয়েছেন। কিন্তু নল দিয়ে জল পড়ে না। কিছু কিছু ওয়ার্ড এলাকায় জল আসে সুতোর মতো, তাও আবার নোংরা। ঘটনাকে বিপাকে পড়েছেন স্থানীয় কাউন্সিলাররা। তাঁদেরও একই অভিযোগ, বাড়িতে বাড়িতে নল বসিয়েও জল দিতে না পারছি না। এতে বাসিন্দাদের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। আমরা চাই সমস্যার সমাধান হোক।
অন্যদিকে শহরের বিভিন্ন রাস্তাঘাটে চোখ ঘোরালেই দেখা যাবে রাস্তার নল থেকে অবাধে গড়িয়ে পড়ছে জল। খোলা মুখ নল থেকে প্রতিদিন হাজার হাজার লিটার পানীয় জল অপচয় হচ্ছে। অথচ তা দেখভাল করার কেউ নেই ।
বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েও জল না আসার সমস্যার কথা মেনে নিয়েছেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান। তাঁর কথায়, কিছু কিছু জায়গায় টেকনিক্যাল সমস্যার কারণে এটা ঘটেছে। এটার সমাধান হয়ে যাবে। অন্যদিকে রাস্তাঘাটে জল অপচয়ের বিষয়ে সাধারণ মানুষের ঘাড়েই দোষ চাপাচ্ছেন পৌরপ্রধান। রাস্তাঘাটের নলে মুখ লাগিয়েও উধাও হয়ে গিয়েছে। বার বার এই ঘটনা ঘটছে। তিনি বলেন, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। জল অপচয় বন্ধ করতে হবে।