• আরজি করের 'ত্রাতা' CISF জওয়ানই চিনার পার্কে ডাকাত!
    ২৪ ঘন্টা | ২৬ মার্চ ২০২৫
  • সৌমেন ভট্টাচার্য:  রক্ষকই ভক্ষক? ইনকাম ট্যাক্স অফিসার সেজে  ২৫ ভরি সোনা, ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে এবার গ্রেফতার ৫ CISF কর্মী-সহ ৮ জন!  ধৃতদের মধ্যে একজন আবার চার মাস আগে আরজি করে কর্মরত ছিলেন বলে খবর।  চিনার পার্কে 'স্পেশাল ২৬' অপারেশন।

    তদন্তে মেনে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজনকে। এরপর প্রথমে কলকাতা থেকে দুই জন ও পরে ফরাক্কা থেকে CISF-র ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার অমিত কুমার সিংকে গ্রেফতার করে পুলিস। ধরা পড়ে আরও ২ CISF কর্মী-সহ মোট ৭ জন।  পুলিস সূত্রে খবর, এখনও বেশ কয়েকজন অধরা। ধৃতদের হেফাজতে নিয়ে তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হবে।

    ধৃত CISF কর্মী হলেন  সিনিয়র ইন্সপেক্টর অমিত কুমার সিং, কনস্টেবল লক্ষ্মী কুমারী চৌধুরী, বিমল থাপা, হেড কনস্টেবল রামু সরোজ, আর জনার্দন সাউ। এদের মধ্যে কনস্টেবল লক্ষ্মী কুমারি চার মাস আগে আরজি করে নিরাপত্তা দায়িত্বে ছিলেন বলে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, এই গোটা অপারেশন সাহায্য করেছেন পরিবারের কোনও সদস্য়। কিন্তু ওই ফ্ল্যাটে ইনকাম ট্যাক্স অফিসার সেজে ডাকাতি? নেপথ্যে কি বড় কোনও চক্র? খতিয়ে দেখছে পুলিস। 

  • Link to this news (২৪ ঘন্টা)