• কলকাতায় বসে বিদেশে প্রতারণা! কল সেন্টারে অভিযান চালিয়ে বিপুল নগদ উদ্ধার বিধাননগর পুলিশের
    প্রতিদিন | ২৬ মার্চ ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: কলকাতায় বসে বিদেশে প্রতারণা! উন্নত প্রযুক্তি, সফটওয়্যার পরিষেবা দেওয়ার অছিলায় অ্যাকাউন্ট সাফ। এমন অভিযোগ পেতেই সল্টলেক সেক্টর ফাইভের এক কল সেন্টারে অভিযান বিধাননগর পুলিশ। সেখান থেকে বিপুল নগদ-সহ মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার কল সেন্টার মালিক-সহ মোট তিন।

    নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে মঙ্গলবার রাতে অভিযান চালায় বিধাননগর পুলিশ। কল সেন্টারের অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। অবিনাশ জয়সোয়াল সহ আরও দুজনকে আজ, বুধবার আদালতে পেশ করা হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের ওই কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন সংস্থায় ফোন করা হত। বলা হত, ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হত। বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতানো হত। তাও আবার বিদেশি মুদ্রায়। লাগাতার অভিযোগ পাওয়ার পর অবশেষে গতকাল অভিযান চালায় পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)