রাজ্যে নতুন করে OBC সার্ভের নামে বিধানসভা নির্বাচনের আগে আরেক দফা মুসলিম তোষণে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথিপত্র পেশ করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী সমীক্ষকরা গ্রামে এলে ধর্মস্থানের মাইক থেকে তা ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, রাজ্যের হিন্দু ওবিসিদের সঙ্গে চরম বঞ্চনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি তালিকা নিয়ে আদালতে ধাক্কা খাওয়ার পর নতুন করে সমীক্ষার নামে সংখ্যালঘু তোষণ শুরু করেছে তাঁর সরকার। কোনও লিখিত নির্দেশ ছাড়া এই সমীক্ষা চলছে। যেখানে গ্রামে সমীক্ষকরা গেলে ধর্মস্থানের মাইক থেকে তা ঘোষণা করতে বলা হয়েছে। সমীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলা হয়েছে ইমামদের।
তিনি বলেন, এই সমীক্ষার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিজেপি সেই মামলায় পক্ষ হয়ে নিজের বক্তব্য জানাতে চাইবে। সঙ্গে জাতীয় ওবিসি কমিশনকে এই পক্ষ করার দাবি জানাতে তারা।
শুভেন্দুবাবু বলেন, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে পাইয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি নিয়েছেন। তার পরও হিন্দু ওবিসিদের একাংশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে। আমি সুদূরপ্রসারী ক্ষতি এড়াতে তাদের তৃণমূলের থেকে সরে আসতে অনুরোধ করব।
একেবারে শেষে একটি ভিডিয়ো সম্প্রচার করেন শুভেন্দুবাবু। সেখানে বিজেপির নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল শাহুকে বিডিওর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিয়োয় বিডিও বলছেন ওবিসি সমীক্ষা চালানোর জন্য কোনও লিখিত নির্দেশিকা তাঁর কাছে নেই। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মৌখিক নির্দেশের ভিত্তিতে তিনি সমীক্ষা চালাচ্ছেন।