• পাটুলিতে ফ্ল্যাট থেকে দগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত্যু নিয়ে তদন্তে পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
  • খাস কলকাতায় আবার রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। এবার বৃদ্ধার রহস্যমৃত্যু নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধা ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আজ, বুধবার ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। আর কালো ধোঁয়া বের হচ্ছিল। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তখন বাইরে থেকে দরজায় তালা দেওয়া ছিল। এই খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওই বৃদ্ধার ছেলের এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। সত্তরোর্ধ্ব বৃদ্ধার দগ্ধ দেহকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

    এদিকে কেমন করে ওই বৃদ্ধার মৃত্যু হল সেটা এখনও স্পষ্ট নয়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম মালবিকা মৈত্র। পাটুলির বিদ্যাসাগর কলোনিতে ওই বৃদ্ধা ছেলের সঙ্গে থাকতেন। তাঁর ছেলে একটি ব্যাঙ্কে চাকরি করেন। বৃদ্ধার প্রতিবেশীরা পুলিশকে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই ফ্ল্যাট থেকে তাঁরা ধোঁয়া দেখতে পান। ধোঁয়া দেখে সন্দেহ হওয়ায় সেখানে যান কয়েকজন বাসিন্দা। তাঁরা দেখেন, ঘরের ভিতরে পড়ে আছেন বৃদ্ধা। তাঁর গায়ে আগুন লেগেছে। তাঁর মুখের উপর একটি বালিশ চাপা দেওয়া ছিল।


    অন্যদিকে ২০২২ সাল থেকে বিদ্যাসাগর কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সঙ্গে ছেলে অভিজিৎ মৈত্র থাকতেন। অন্যান্য দিনের মতো বুধবারও সকালে কাজে বেরিয়ে যান অভিজিৎ মৈত্র। পরে দুপুরে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তখন খবর দেওয়া হয় দমকলে। সেখানে দমকল কর্মীরা এবং পাটুলি থানার পুলিশও পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আসতেই ফ্ল্যাটে ঢুকে দেখা যায়, বিছানার উপর দগ্ধ অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা মালবিকা মৈত্র। তাঁর পায়ে ছিল ব্যান্ডেজ। পুলিশ বৃদ্ধার ছেলে অভিজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা নট রিচেবল আসছে। এই নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।

    এছাড়া কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সেখানে হাজির হন। আর কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংয়ের সদস্যরাও পাটুলিতে আসেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার ছেলে ফ্ল্যাটে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘরে আগুন লাগল কেমন করে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে বৃদ্ধাকে। জীবন্ত বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)