বারাসতে পরপর বাইকে ধাক্কা দিয়ে দাউ দাউ করে আগুন গাড়িতে, ঠিক যেন হিন্দি সিনেমা!
হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
ভরদুপুরে ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা দেয় কন্টেনার। এরপর বারাসতের হেলা বটতলার কাছে কন্টেনারটিতে আগুন ধরে যায়। রাস্তার পাশে দাঁড়িয়েছিল কন্টেনারটি। সেই কন্টেনারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। পুলিশ ইতিমধ্য়েই ওই কন্টেনারের চালককে গ্রেফতার করেছে। কেন ওই গাড়িটি এভাবে বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল তা নিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিল কন্টেনারটি। একটা বাইকে ধাক্কা দেয় ওই গাড়িটি। এরপর দ্রুত চলতে থাকে গাড়িটি। এদিকে ঘিঞ্জি রাস্তায় বেপরোয়াভাবে চলছিল কন্টেনারটি। তবে ধাক্কায় কোনও হতাহতের খবর নেই। এদিকে হেলাবটতলার কাছে এসে কন্টেনারটিতে আগুন ধরে যায়। একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। দ্রুত গতিতে আসছিল কন্টেনারটি। সেই সময় সম্ভবত একটি বাইকের সঙ্গে কন্টেনারের ধাক্কা লাগে। এরপর কন্টেনারটির সঙ্গে ১১ নম্বর রেলগেটের কাছে একটা বাইকে ধাক্কা লাগে। এরপর আরও বেপরোয়া গতিতে কন্টেনারটি চলতে থাকে। দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি। হেলা বটতলার কাছে কন্টেনারে দাউ দাউ করে আগুন লেগে যায়।
একেবারে ঠিক যেন হিন্দি সিনেমা। একটি কন্টেনার গাড়ি ট্রাফিককে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলছিল। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে দুটি বাইকে ধাক্কা দেয়। এরপর বাইকটি গাড়ির নীচে ঢুকে যায়। এরপর ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটতে থাকে গাড়িটি। একটা সময় বাইক দুটিতে আগুন লেগে যায়। কন্টেনারের জ্বালানির ট্যাঙ্কেও আগুন ধরে যায়। হেলাবটতলার কাছে দাঁড়িয়ে পড়ে গাড়িটি।
প্রশ্ন উঠছে ওই কন্টেনারের মধ্য়ে কী রয়েছে? কেন সেটা এভাবে বেপরোয়াভাবে চালানো হচ্ছিল? পুলিশ চালককে গ্রেফতার করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ১১ নম্বর রেলগেটের কাছে ছিলাম। একটা বাইক আর একটা স্কুটি গাড়ির নীচে চলে গিয়েছিল।তবে কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম জায়গা। বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারত। সকলেই তাড়া করে গাড়িটিতে। কিছু বুঝে ওঠার আগেই মানুষ গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। একাধিক পেট্রল পাম্প ছিল এলাকায়। আগুন ধরে যায় বলে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। দুটি বাইকেও আগুন ধরে গিয়েছিল।
সেই বাইক ও স্কুটির চালক আহত হয়েছেন বলে খবর। এদিকে গাড়িটিতে আগুন ধরে যাওয়ার পরে দমকল আসে এলাকায়।