• অভিযুক্ত ব্যক্তিই সাক্ষী! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় সাক্ষ্য়গ্রহণ করল না আদালত
    হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
  • নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার - এর করা এই মামলায় সাক্ষী হিসাবে আদালতে পেশ করা হয়েছিল, পরে জানা যায় তিনি নিজেই আসলে একজন অভিযুক্ত! এবং তিনি একইসঙ্গে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত দু'টি সংস্থার প্রতিনিধিও। বিষয়টি বিচারকের নজরে আনা হতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই ব্যক্তির সাক্ষ্য নেওয়া যাবে না!

    উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলায় ইডি-র তরফেও মামলা রুজু করা হয়েছিল। আপাতত সেই মামলার শুনানি চলছে কলকাতার বিচার ভবনে। গত সোমবার, মঙ্গলবারের পরও এদিনও সেই শুনানি চলে। কথা ছিল, এদিন ওই ব্যক্তি আদালতকে তাঁর সাক্ষ্য দেবেন।

    কিন্তু, তাঁর সাক্ষ্যদানের সময় আসতেই আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকেই সাক্ষী হিসাবে আদালতে পেশ করা হয়েছে! একথা শোনার পর বিচারক এই বিষয়ে ওই ব্য়ক্তিকেই সরাসরি প্রশ্ন করেন।

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিচারকের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি জানান, তিনি অনন্ত টেক্সটাইল এবং ভিউমোর হাইরাইজ নামে দু'টি সংস্থার প্রতিনিধিত্ব করছেন। এবং ইডি এই মামলায় যে চার্জশিট পেশ করেছে, তাতে এই দু'টি সংস্থাকেই অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। একথা জানার পরই বিচারক এই সাক্ষীকে বাতিল করে দেন।

    প্রসঙ্গত, ওই ব্যক্তি যে দু'টি সংস্থার প্রতিনিধি হিসাবে আদালতে উপস্থিত হন, তার মধ্য়ে একটির ঠিকানা আবার সেই বেলঘরিয়ার আবাসন, যেখানে অর্পিতা মুখোপাধ্য়ায় থাকতেন এবং যেখান থেকে কোটি কোটি নগদ টাকা, সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছিল।

    এদিকে, এই মামলায় ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন অন্যতম প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কিন্তু, গত সোম ও মঙ্গলবার - পরপর দু'দিন - সেই কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দেন তাঁর মামা!

    তিনি দাবি করেছেন, এই দুর্নীতি মামলায় যে সংস্থাগুলিকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তার সবক'টিরই অ্যাকাউন্টের দেখভাল করতেন কল্যাণময়! প্রসঙ্গত, এই মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত পাঁচটি সংস্থাকে অভিযুক্ত সংস্থা হিসাবে তালিকাভুক্ত করেছে ইডি।

    উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর এবং পার্থকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর, তাঁকে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই-ও এই মামলায় জুড়ে যায়। এবং তাঁরাও নতুন করে পার্থকে গ্রেফতার করে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)