ঝকঝকে হবে মল্লিকঘাটের ফুলবাজার, ছবির মতো সুন্দর গঙ্গার ঘাট, আসছে বড় পরিকল্পনা!
হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
অবশেষে আধুনিক রূপ পাচ্ছে মল্লিকঘাট ফুল বাজার। মল্লিকঘাট ফুলবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ। মূলত পরিকল্পনার অভাবে এখানে সমস্য়ায় পড়তে হয় ফুল কিনতে ও বেচতে আসা মানুষদের। তবে এবার হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এবার মল্লিকঘাট ফুলবাজারের জন্য উপযুক্ত প্রবেশ ও প্রস্থানের জায়গা থাকবে। এবার হাওড়া ব্রিজের উপর এই ফুলবাজারের কোনও জবরদখল থাকবে না। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা এনিয়ে প্রস্তাব পাঠিয়েছে শ্য়ামা প্রসাদ মুখার্জি পোর্টের কাছে। তারা বিষয়টি মেনে নিলে মল্লিকঘাট ফুলবাজারের অনেকটাই উন্নতি হবে।
সম্প্রতি তিনটি এজেন্সির পদস্থ কর্তারা গোটা জায়গাটি ঘুরে দেখেন। তারপর এনিয়ে নানা আলোচনা হয়েছে বলে খবর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিকল্পনা অনুসারে জানা গিয়েছে পুলিশ বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যাতে মল্লিকঘাট আর ছোটেলাল ঘাটের মাঝে যে ফুলবাজার সেটাকে যেন উন্নয়ন করা হয়। কারণ বন্দর কর্তৃপক্ষ হুগলি নদীর ধারে সৌন্দর্যায়ন করার কাজ করার পরিকল্পনা নিয়েছে।
এদিকে কাজ শুরু হওয়ার পরে কিছুদিন ফুল ব্যবসায়ীদের কিছুটা সরতে হতে পারে। সেক্ষেত্রে তাদের পোর্টের একটা জায়গায় সরতে হতে পারে। যেটা আবার একটা ট্রান্সপোর্ট কোম্পানি নিজেদের আওতায় রেখে দিয়েছে বলে খবর।
এদিকে প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পুলিশের দাবি, বহু বিদেশি পর্যটক এই ফুলবাজারে আসেন। সেক্ষেত্রে পার্কিং লট তৈরি করা দরকার। সেই সঙ্গে বায়ো টয়লেট করা দরকার। তবে হাওড়া ব্রিজে ওঠার জায়গা যাতে দখল না হয়ে যায় সেটা দেখা দরকার।
ইতিমধ্য়েই পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা, পুরসভার কর্তারা গোটা এলাকা ঘুরে দেখেছেন। তবে শুধু এই ফুলবাজার নিয়ে নয়, গঙ্গার ধারে একাধিক ঘাটের সংস্কার নিয়েও কথাবার্তা চলছে। তার মধ্যে অন্যতম হল আর্মেনিয়ান ঘাট, গোয়ালিয়র ঘাট, বাজে কদমতলা ঘাট। কুমারটুলি, নিমতলা ও আহিরীটোলা ঘাটের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।
মোটামুটি এপ্রিলের মাঝামাঝি থেকে গঙ্গার ঘাট সংস্কারের কাজ হতে পারে। তবে এনিয়ে নির্দিষ্ট তারিখ বা ঠিক কোন মাস থেকে কাজ শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ধাপে ধাপে কাজ হতে পারে। নদীর পাড়ের সৌন্দর্যের পাশাপাশি সুরক্ষার দিকটাও দেখা হবে। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশ পোস্ট সহ একাধিক ব্যবস্থা করা হবে গঙ্গার পাড়ে।