ভুয়ো কাস্ট সার্টিফিকেটে ২ আধিকারিকের বিরুদ্ধে শুরু তদন্ত, ‘নাটক’ বলছে বিরোধীরা
হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
ভুয়ো কাস্ট সার্টিফিকেট জারি করার অভিযোগ ওঠায় ২ সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল সরকার। দফতরের ২ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে নবান্নকে জানিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তাঁদের শো কজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠছিল। রাজ্য সরকারেরই বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এব্যাপারে অভিযোগ জানিয়েছে পুলিশকে। তদন্তে নেমে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জারির ঘটনা প্রকাশ্যে আসে। এর পরই গোটা ঘটনার তদন্ত করার সিদ্ধান্তে নেয় সরকার। জানা গিয়েছে, খড়গপুর ও ব্যারাকপুরের ২ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে শো কজ করেছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। কী ভাবে তাঁদের নজরদারি এড়িয়ে অযোগ্য ব্যক্তিকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হল তা জানাতে বলা হয়েছে।
তবে বিরোধীদের দাবি, শুধু খড়গপুর আর ব্যাকারপুরে নয়, গোটা রাজ্যজুড়েই চলছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জারি করার চক্র। মঙ্গলবারই নথি প্রকাশ্যে এনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, উত্তর দিনাজপুরের জেলা পরিষদ সভাধিপতি পম্পা পালের তফশিলি জাতি ও ওবিসি, ২ রকমেরই কাস্ট সার্টিফিকেট রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিযোগ অস্বীকার করেননি পম্পাদেবী। আইওয়াশ করতে ২ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নাটক করছে রাজ্য সরকার। আসল দুর্নীতি অনেক বড়।