সাতসকালে ঘরের দরজা খুলেই চমকে যান দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের মা। দেখেন দুয়ারের সামনে রাখা একটি মিষ্টির প্যাকেট। বিষয়টি সন্দেহজনক হতেই ছেলেকে ডেকে পাঠান। বাপ্পা এসে মিষ্টির প্যাকেটটি খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায় ওই মিষ্টির প্যাকেটের মধ্যে রাখা আছে দু’টি বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা রেখে গিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চায়েত প্রধানকে ভয় দেখাতে বা হুঁশিয়ারি দিতেই এ ভাবে বোমা রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। বোমা দেখতে পাওয়ার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। দেগঙ্গা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।
পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল বলেন, ‘আমাকে মা ডাকতেই বাইরে এসে দেখি একটি মিষ্টির বাক্সে বোমা রেখে দেওয়া হয়েছে। একটি লাঠি দিয়ে প্যাকেটটি দূরে সরিয়ে দিই। এর পর পুলিশকে খবর দিলে তারা এসে বোমাগুলি উদ্ধার করে।’রাজনৈতিক শত্রুতা থেকেই এই কাণ্ড ঘটানো হয়েছে? বাপ্পা বলেন, ‘আমার কারও উপর সন্দেহ নেই। কে বা কারা এটা করেছে বলতে পারব না। পুলিশ তদন্ত করুক।’
তবে ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাপ্পা মণ্ডলের এক প্রতিবেশী বলেন, ‘আমাদের এখানে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে না। কোনও হানাহানি হয় না। এটা শান্তিপূর্ণ এলাকা। তার পরেও এমন কেন হলো বুঝতে পারছি না।’