• সরকারি চাকরি না পেয়ে ‘হতাশা’! আশুতোষ কলেজের প্রাক্তনীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • বুধবার রাতে কলকাতার গড়ফা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম দীপায়ন দাস (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় দু থেকে তিন বছর ধরে একের পর এক চাকরির পরীক্ষায় বসেছেন দীপায়ন। নিরলস পরিশ্রমের পরেও সাফল্য আসেনি। হতাশা চেপে বসে। অন্য বন্ধুরা চাকরি পেয়ে গেলেও নিজের ‘ব্যর্থতা’ জন্ম দেয় মানসিক অবসাদের। সে কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। অন্তত অনুমান তেমনটাই। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশের।

    জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হন দীপায়ন। টার্গেট ছিল সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করা। সরকারি চাকরির প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হন। দিনরাত পড়াশোনার মধ্যেই ডুবে থাকতেন। মনস্থির করে নিয়েছিলেন, একটা সরকারি চাকরি জোটাতেই হবে।

    বন্ধুরা কর্মজীবনের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় অবসাদ বাড়তে শুরু করে বলে দাবি পরিবারের লোকজনের। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল থেকে গড়ফার কে পি রায় লেনের বাড়িতে একাই ছিলেন দীপায়ন। রাত আটটা নাগাদ বাবা দেবাশিস দাস বাড়ি ফিরে দেখেন ছেলের ঘরে দরজা বন্ধ। অনেকক্ষণ পরেও ছেলের সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু হয়। দরজা ভেঙে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় গড়ফা থানায়।

    দীপায়নের পরিবারের সদস্যদের দাবি, একের পর এক পরীক্ষায় সফল না হওয়ার কারণে ভেঙে পড়েছিলেন ওই যুবক। বেশিরভাগ সময়েই চুপচাপ থাকতেন। তবে, ছেলে যে এমন কাণ্ড ঘটাবে তা মেনে নিতে পারছে না মৃতের পরিবার। তবে চাকরি না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা না অন্য কোনও কারণ সে বিষয়ে নিশ্চিত হতে মৃতের বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে দীপায়নের মোবাইল ফোনও।

  • Link to this news (এই সময়)