• জঙ্গলমহলে পদত্যাগ বিজেপি নেতার, নেপথ্যে গোষ্ঠীকোন্দল?
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু হয়েছে শাসক-বিরোধী দুই শিবিরের। এরই মধ্যে বাঁকুড়ার জঙ্গলমহলে কার্যত বেসামাল অবস্থা দেখা গেল গেরুয়া শিবিরের। অন্তত দলের অন্দরে কান পাতলে এমনই শোনা হচ্ছিল। বাঁকুড়ার তালডাংরা মণ্ডল-৩ সভাপতির পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন বিজেপির আলোক মহান্তী। জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

    ওই নেতা লিখেছেন, তিনি শুধুমাত্র দলের স্বার্থে মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চাইছেন। সেই সঙ্গে তাঁর জায়গায় নতুন কোন মুখকে বসানোর জন্য আবেদনও করেছেন। এ বিষয়ে আলোক মহান্তীর সঙ্গে কথা বলেছে ‘এই সময় অনলাইন’। তিনি বলেন, ‘গত ২০২১ সাল থেকে এই পদে রয়েছি। তবে বর্তমানে দলের স্বার্থেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির সঙ্গে কোনও বিরোধ নেই।’

    তিনি আরও বলেন, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘তৃণমূলকে উৎখাত' করতে দলের অনুগত সৈনিক হিসেবেও কাজ করে যাব।’

    উল্লেখ্য, গত ১৪ মার্চ বাঁকুড়া জেলা সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়োগ করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এই ঘটনার পর পূর্বতন জেলা সভাপতির অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত আলোক পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

    এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘গতকাল পর্যন্ত দলীয় কর্মসূচিতে ছিলেন। এখনও পর্যন্ত কোনও পদত্যাগপত্র পাইনি, পেলে এই বিষয়ে আলোচনা হবে।’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘আলোক দলের সঙ্গে ছিলেন, আছেন ও আগামী দিনেও থাকবেন। যে যাই বলুক দলের অভ্যন্তরে কোনও গোষ্ঠীকোন্দল নেই।’

    তবে এই ঘটনায় বিজেপির 'গোষ্ঠীকোন্দল'-কেই দায়ী করেছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটির সহ-সভাপতি রামানুজ সিংহমহাপাত্র বলেন, ‘সারা রাজ্য জুড়েই বিজেপির এক ছবি। তবে এখানে উনি হয়তো ঠিক ঠাক সম্মান পাননি, তাই এহেন সিদ্ধান্ত নিয়েছেন।’

  • Link to this news (এই সময়)