• কেঁপে উঠল এলাকা, বহরমপুরে ভয়াবহ বিস্ফোরণ,আহত কিশোর সহ ২
    আজকাল | ২৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া যায় একটি ব্যাগ। বাড়িতে নিয়ে এসে তার মধ্যে বোমা দেখতে পেয়ে ফের সেই ব্যাগটি মাঠে রেখে আসতে গিয়ে বোমা ফেটে জখম হল এক  কিশোর। বিস্ফোরণের ঘটনায় ওই কিশোরের পরিবারের এক মহিলা সদস্যও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাগমারা-গরেরডাঙ্গা এলাকায়। 

    ঘটনায় আহত দু'জন  বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের ঘটনায় আহতরা সাকিবুর রহমান (১১) এবং তার ঠাকুমা আনোয়ারা বিবি। 

    হাসপাতাল সূত্রের খবর, সাকিবুরের শরীরের নিচের অংশ এবং পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার ঠাকুমা মানোয়ারা বিবির গলায় বোমার স্প্লিন্টারের কিছু আঘাত রয়েছে বলে সূত্রের খবর। 

    আহত ওই কিশোরের পরিবারের এক সদস্য জানান ,'মঙ্গলবার বাড়ির পাশে খেলা করার সময় সাকিবুর মাঠের মধ্যে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিল। এরপর কৌতূহলের বশে সে বাড়িতে ব্যাগটি নিয়ে চলে আসে। বাড়িতে ব্যাগটি নিয়ে আসার পর তার মধ্যে বোমা দেখতে পাওয়ায় আজ সকালে সেটিকে ফের একবার মাঠে রেখে আসতে যাচ্ছিল সাকিবুর।' 

    ওই মহিলা দাবি করেন, 'বোমা ভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় একটি খুঁটিতে ধাক্কা লেগে সেটিতে বিস্ফোরণ ঘটে যায়। ঘটনায় সাকিবুর এবং মানোয়ারা জখম হয়েছেন।' 

    যদিও অন্য একটি সূত্র থেকে দাবি করা হয়েছে সাকিবুরের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই ব্যক্তিই  বাড়িতে বোমা মজুত করে রেখেছিল।  কোনওভাবে সেই বোমা ফেটে গিয়ে ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখছেন।

     
  • Link to this news (আজকাল)