আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে ফের বিএসএফ-এর উপর হামলার চেষ্টা। ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপর চড়াও। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় বিএসএফ। ঘটনায় কোনও দুষ্কৃতী ধরা পড়েনি।
জানা গিয়েছে, মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে হরিশ্চন্দ্রপুর এলাকায় গরু পাচার করতে গিয়ে এই ঘটনা ঘটে। বাংলাদেশি দুষ্কৃতীরা যখন পাচারের চেষ্টায় ছিল তখন নজরে পড়ে যায় বিএসএফের। জওয়ানরা বাধা দিতে গেলে তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। আত্মরক্ষার প্রয়োজনে জওয়ানরাও পাল্টা গুলি চালায়। কিন্তু গুলিতে কেউ জখম হয়নি।
বিএসএফের একটি সূত্র জানায়, হরিশ্চন্দ্রপুরে তাদের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর এই হামলার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন লোক অনুপ্রবেশের চেষ্টা করছিল। প্রহরারত জওয়ানরা যখন তাদের ধাওয়া করেন তখনই আচমকা দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। দুষ্কৃতীরা গরু পাচারের চেষ্টায় ছিল। পাল্টা বিএসএফের পক্ষ থেকে ২ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। তখনই রণে ভঙ্গ দিয়ে দুষ্কৃতীরা গরু রেখেই পালিয়ে যায়। গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ।