বারাসতে বেপরোয়া লরির তাণ্ডব, জাতীয় সড়কের দুই প্রান্তে আগুনে জ্বলছে দুই গাড়ি ...
আজকাল | ২৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজপথে বেপরোয়া লরির তাণ্ডব। জাতীয় সড়কের দুই প্রান্তে আগুনে জ্বলছে দুই গাড়ি। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। দমকলের দু'টি ইঞ্জিন রাস্তার উপর জ্বলতে থাকা দু'টি গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে বেপরোয়া একটি লরি রাস্তার একটি বাইককে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ওই বাইকে আগুন ধরে যায়। তারপর ঘাতক লরিটি প্রবল গতিতে পালিয়ে যাওয়ার জন্য বারাসত ১১ নম্বর রেলগেট পেরিয়ে কলোনি মোড়ের দিকে এগোতে থাকে। পথে বারাসতের হেলাবটতলা পার করার পর একটি সিনেমা হল সংলগ্ন এলাকায় রাস্তার ওপরে আচমকা ওই লরিতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। ঘাতক লরির চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা সদর বারাসতের উপর দিয়ে দু'টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক গিয়েছে। জনবহুল শহরের বুকের ওপর দিয়ে কীভাবে দ্রুতগতির লরি চলে যাওয়ার চেষ্টা করল, তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। তুলেছেন পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন।