শুরু হল বারুণী মেলা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মন্ত্রী সুজিত বসু ...
আজকাল | ২৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে বারুণী মেলা। এবছর এই বারুণী মেলায় ভিন্ন ছবি ধরা পড়েছে। রাজনৈতিক মতানৈক্য ভুলে ঠাকুরবাড়িতে মমতাবালা ঠাকুর এবং সুব্রত ঠাকুরের পরিবার যৌথভাবে মেলার আয়োজন করেছে। দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের কথা মাথায় রেখে রাজনৈতিক মতানৈক্যকে সরিয়ে রেখেই যৌথভাবে মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার এই মেলায় আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি ঠাকুরবাড়িতে বড়মা বীণাপানি দেবীর ঘরে গিয়ে তাঁর মূর্তিতে মালা দেন। এরপর হরিমন্দিরে প্রবেশ করে ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং পুজো দেন। দমকলমন্ত্রী বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে আমি হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ঠাকুরবাড়িতে এলাম। পুজো দিলাম। খুব ভাল লাগছে।'
দুই পরিবারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন প্রসঙ্গে সুজিত বসু বলেন, 'ঠাকুরের পুজোয় রাজনীতি হয় না। পুজোতে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করাই উচিত।'