মিল্টন সেন,হুগলি: স্থানীয়দের বাধার মুখে ভেস্তে গেলো হলার উচ্ছেদ অভিযান। ফিরে যেতে বাধ্য হল রেল পুলিশের বিশাল বাহিনী। বুধবার সকালে হরিপাল স্টেশন এবং সংলগ্ন এলাকার হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশ। খবর পেয়ে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে জমায়েতের ডাক দেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ান হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী, এবং তাঁরই নেতৃত্ত্বে জড়ো হওয়া হাজার হাজার স্থানীয় হকার এবং তাঁদের পরিবারের লোকজন। চলতে থাকে অবস্থান বিক্ষোভ।
প্রতিবাদে উঠতে থাকে শ্লোগান। বহু মানুষের উপস্থিতি দেখে বাধ্য হয়ে ফিরে যায় রেল পুলিশের বিশাল বাহিনী। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক, পঞ্চায়েত প্রধান সুমিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ কয়েক হাজার হকার ও হকার পরিবারের সদস্যরা।