• ওবিসি মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা, অভিযোগ শুভেন্দুর
    আজ তক | ২৭ মার্চ ২০২৫
  • ওবিসি নিয়ে শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার। বলেন, 'ওবিসির সার্ভে সব বেআইনি'। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই। এর প্রভাব সব জায়গায় পড়েছে। তাই পরিকল্পনা করে ওবিসি মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেন শুভেন্দু। 

    শুভেন্দুর আরও দাবি, রাজ্য সরকার সমস্ত ওবিসিদের কথা ভেবে কাজ করছে না। হিন্দু ওবিসিদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। তাই রামনবমীর পর কলকাতায় 'হিন্দু ওবিসি বাঁচাও' স্লোগানে কর্মসূচি করবে বিজেপি। শুভেন্দু নিজেই সেই মিছিলের নেতৃত্ব করবেন।

    শুভেন্দুর স্পষ্ট দাবি, "তুষ্টিকরণের রাজনীতি করে বেশকিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটেগরিতে ওবিসিকে অন্তর্ভুক্ত করে। ওবিসি মণ্ডল কমিশনের লড়াই। ... অনেক শুনানির পর বোঝা গেছে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া যায় না। এটা বুঝতে পেরে  ২৫ লক্ষের আইনজীবী লাগিয়েও কিছু করা যায়নি। ভোটব্যাঙ্ক ধরে রাখতে গিয়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের সর্বনাশ করলেন। তাই সুপ্রিম কোর্টে তিন মাস সময় চেয়ে ফাঁদ ফাঁদলেন...।" ওবিসি নিয়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা পুরোপুরি বেআইনি বলে দাবি করেন শুভেন্দু। সমাজের স্বার্থে কাজ করা হচ্ছে না। 

    মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, ওবিসি সংরক্ষণে মুখ্যসচিব মনোজ পন্থকেও দুষলেন শুভেন্দু। তাঁর দাবি, "২০২৬-এ তৃণমূলের বিসজর্নের আগে রাজ্যে কোনও চাকরি হবে না।"
     
  • Link to this news (আজ তক)