IT অফিসার সেজে চিনার পার্কের প্রোমোটারের বাড়ি লুট, গ্রেফতার ৫ CISF আধিকারিক
আজ তক | ২৭ মার্চ ২০২৫
আয়কর অফিসার সেজে ব্যবসায়ীর বাড়িতে লুটের অভিযোগে গ্রেফতার ৫ সিআইএসএফ কর্মী। মধ্যরাতে আয়কর কর্মকর্তা সেজে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের অভিযোগে কলকাতায় একজন ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং মহিলা কনস্টেবল সহ ৫ জন সিআইএসএফ আধিকারিককে গ্রেফতার করা হয়। অভিযানের নামে নগদ ৩ লক্ষ টাকা চুরি করে। সেই সঙ্গে ২০-২৫ ভরি সোনার গয়নাও লুট করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ মার্চ মধ্যরাতে চিনার পার্ক এলাকায় এক মৃত প্রোমোটারের বাড়িতে আয়কর আধিকারিক সেজে হাজির হয় কয়েকজন। বাড়ির দরজায় বেল বাজায়। দরজা খুলতেই ঘরের ভিতরে ঢুকে বাড়ির সদস্যদের ফোন কেড়ে নেয়। এরপর প্রোমোটারের মায়ের ঘরে ঢোকে তারা। সেখানে তল্লাশির নামে লুটপাট চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা ও সোনার গয়না লুট করে বলে অভিযোগ। প্রোমোটারের সৎ মায়ের কাছ থেকে কাগজে সই করিয়ে নেয় তারা।
এই ঘটনার পর মৃত প্রোমোটারের মেয়ে বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ভুয়ো আধিকারিকদের গাড়ি চিহ্নিত করা হয়। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বাকিদের কথা জানতে পেরে বাকিদের গ্রেফতার করে পুলিশ। ঘটনায় প্রোমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে।