• পুলিশি পাহারায় রবীন্দ্রভারতীতে প্রবেশ অস্থায়ী উপাচার্যের
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মার্চ ২০২৫
  • আদালতের নির্দেশে পুলিশি পাহারায় বুধবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে প্রবেশ করেন অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। এদিনও তাঁর পদত্যাগ চেয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন পড়ুয়া সহ শিক্ষাকর্মীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

    সোমবার থেকে অস্থায়ী উপাচার্যের পদত্যাগের দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মঙ্গলবার উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন তাঁরা। সেই বিক্ষোভ বুধবারও অব্যাহত থেকেছে। এ দিন ক্যাম্পাসের গেট আটকে রাস্তার সামনে বিক্ষোভে শামিল হয়েছেন পড়ুয়া ও শিক্ষাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন শুভ্রকমল। পড়ুয়া, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তিনি। উপাচার্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে মানদণ্ড বেঁধে দিয়েছে, তা-ও তিনি পূরণ করতে পারেননি। পাশাপাশি তিনি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে।

    এ দিকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অস্থায়ী উপাচার্য শুভ্রকমল। সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, অস্থায়ী উপাচার্য ও রেজিস্টার যাতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন সেই ব্যবস্থা পুলিশকেই করতে হবে। পুলিশই তাঁদের নিরপত্তা নিশ্চিত করবে। প্রয়োজন পড়লে এসকর্ট করে তাঁদের নিয়ে যাবে। সেই নির্দেশ মতো বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে মোতায়েন ছিল গিরিশ পার্ক থানার পুলিশ। তাঁদের তৎপরতায় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছেন অস্থায়ী উপাচার্য। এ দিকে তাঁকে পদ থেকে সরানো সহ স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বুধবারও চলেছে স্লোগানিং। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)