অয়ন ঘোষাল: এসে গেল বুধবারের বিকেলের আবহাওয়ার খবর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আবহাওয়ার খবর। কলকাতায় সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। এবার ডিটেইলে দেখে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গ
উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই হতে পারে তাপমাত্রা। আপাতত ৪/৫ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
শুষ্ক আবহাওয়াই। দিনের বেলায় গরম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের পারদ। আগামী ৪/৫ দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
উত্তরবঙ্গ
আগামী ৪/৫ দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ, বুধবার শুষ্ক আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার শুষ্ক আবহাওয়া হলেও রবিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
কলকাতা
উইকেন্ডে স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আপাতত স্বাভাবিকের নীচেই সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য উপরে উঠল। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী তিন দিনে ৩/৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।