• বাড়িতে মিলল বালিশ চাপা দেওয়া অগ্নিদগ্ধ দেহ! পাটুলিতে বৃদ্ধার রহস্যমৃত্যু...
    ২৪ ঘন্টা | ২৭ মার্চ ২০২৫
  • রণয় তিওয়ারি:  পাটুলিতে বৃদ্ধার রহস্যমৃত্যু। বাড়ি থেকেই বালিশ চাপা দেওয়ার অবস্থায় উদ্ধার অগ্নিদগ্ধ দেহ! বেপাত্তা ছেলে। কীভাবে আগুন লাগল? ছেলে-ইবা কোথায় গেল? তদন্তে নেমে পুলিস।

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম মালবিকা মৈত্র। বয়স ৭২ বছর। ২০২২ সাল থেকে পাটুলির বিদ্যাসাগর কলোনির এক আবাসনের নিচের তলায় ভাড়া থাকতেন তিনি। ওই বৃদ্ধার এক ছেলেও রয়েছে। ব্যাংকের কাজ করেন তিনি। মায়ের সঙ্গে থাকেন ভাড়াবাড়িতে। ঘড়িতে তখন সাড়ে ১২টা। ওই বৃদ্ধার ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা।

    এদিকে প্রতিবেশীরা যখন ফ্ল্যাটে ঢুকতে যান, তখন দেখেন দরজার বাইরে থেকে তালা লাগানো। শেষপর্যন্ত সেই তালা ভাঙা হয়। বিছানায় অগ্নিদগ্ধ অবস্থায় পড়েছিল ওই বৃদ্ধার নিথর দেহ। মুখ থেকে পেট পর্যন্ত বালিশ চাপা দেওয়া হয়েছিল। খবর দেওয়া হয় পাটুলি থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। 

    প্রতিবেশীরা জানিয়েছেন, রোজ সকালে কাজে বেরিয়ে যেতেন ছেলে অভিষেক। দিনভর বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। ঠিক যেমন ছিলেন আজ, বুধবারও। বাড়িতে আগুন লাগল কীভাবে? পুলিস সূত্রে খবর, ঘটনার পর অভিষেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর মোবাইল সুইচড অফ।  প্রাথমিক তদন্তে অনুমান, ওই বৃদ্ধাকে খুন করা হতে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)