• ফের ভাটপাড়ায় বোমাবাজি-গুলি, অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, আহত ১
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • ফের অশান্ত ভাটপাড়া। রাতের ভাটপাড়ায় আবারও দুষ্কৃতী তাণ্ডব। বোমা গুলি চলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে । প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে এই বোমাবাজি ও গুলি ছোড়ার চালানোর অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন একজন বলে জানা যাচ্ছে। তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও জানা যাচ্ছে। সাদ্দাম নামের ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিংয়ের এর ঘনিষ্ঠ এই আহত ব্যক্তি বলে জানা গিয়েছে। তিনিও তৃণমূল করেন। তার ঘনিষ্ঠ এই সাদ্দামের পায়েই গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।

    অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের সামনেই চলে গুলি। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। তৃণমূলের তরফ থেকে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলছেন। অভিযোগ অস্বীকার করে অর্জুন সিং জানিয়েছেন, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলেই জানান অর্জুন। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরাতেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

    গোটা ঘটনায় এখন উত্তপ্ত পরিস্থিতি ভাটপাড়ায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।।

  • Link to this news (এই সময়)