• মালদা হাসপাতালে শীঘ্রই চালু হচ্ছে নতুন বিভাগ, উপকৃত হবেন বহু রোগী
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • মালদা হাসপাতালের মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে। শীঘ্রই চালু হাপাচ্ছে ডায়াবেটিস ক্লিনিক। জেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের অনেকটাই সুবিধা হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

    বুধবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাক্কালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদায় আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা ডায়াবেটিস ক্লিনিকের পরিকাঠামো পরিদর্শন করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন।

    মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্য ভবন থেকে একটি প্রতিনিধি দল এসেছিল। সেই প্রতিনিধি দলে ডায়াবেটিস বিশেষজ্ঞ ছিলেন একজন। এখানে ডায়াবেটিস ক্লিনিক চালু করার জন্য যে পরিকাঠামো আছে, সেটা তদারকি করেন। আশা করছি শীঘ্রই ডায়াবেটিস ক্লিনিক এখানে চালু করা যাবে।’

    উল্লেখ্য, উত্তরবঙ্গ-সহ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের রোগীরাও এই হাসপাতালে এসে চিকিৎসা করাতে আসেন। এই ক্লিনিক চালু হলে প্রচুর রোগীদের সহায়তা হবে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। বছর দুয়েক আগেই মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চালু হয় ক্যানসার রোগের চিকিৎসা পরিষেবা। 

  • Link to this news (এই সময়)